প্রতি নির্বাচনী বুথে বাহিনী বণ্টনের সমস্যা মিটল। প্রতিটি বুথে চারজন করে সক্রিয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি রাজ্য পুলিশও মোতায়েন থাকবে। কমিশনের তরফে একটি বিবৃতি প্রকাশ করে এই খবর জানানো হয়েছে।
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে কমিশনের কাছে প্রস্তাব দিয়েছিল ভারপ্রাপ্ত কোঅর্ডিনেটর। পাশাপাশি রাজ্য পুলিশ দিয়েও পাহারার প্রস্তাব দেওয়া হয়েছিল। শুক্রবার বাহিনী দেওয়া নিয়ে সেই প্রস্তাব মেনে নিল রাজ্য নির্বাচন কমিশন।
হাই কোর্টের নির্দেশ ছিল, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সমান ব্যবহার করতে হবে। কিন্তু কো-অর্ডিনেটরের প্রস্তাব অনুযায়ী, প্রতিটি বুথে হাফ সেকশনের কমে বাহিনী থাকতে পারে না। অর্থাৎ ৫ জন করে জওয়ান রাখতেই হবে।
সেক্ষেত্রে যে পরিমাণ বাহিনী কেন্দ্রের তরফে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সম্ভব নয়। তাই কমিশনের সঙ্গে ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটরের বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে শুধুমাত্র স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী রাখা হবে।