কথায় আছে 'শিক্ষার কোনও বয়স হয় না'। জীবনে বেঁচে থাকার জন্য রোজই আমরা কিছু না কিছু শিখি। এবার এই কথাকেই সত্যি করে ৩৮ বছর বয়সে ছেলের সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছেন মা। মহিলা নদিয়ার শান্তিপুর (Santipur) ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের নৃসিংহপুরের সর্দারপাড়ার বাসিন্দা লতিকা মণ্ডল। ছেলে মেয়েদের পড়ানোর অভ্যাস তাঁর ছিলই, কেবল ডিগ্রি ছিল না।
Oscar 2023: সারা বিশ্বের চোখ অস্কারে, ভারতে কখন কোথায় দেখবেন এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান? রইল বিস্তারিত
লতিকা দেবী দুই সন্তানের মা। বড় মেয়ে শীলা মণ্ডল শান্তিপুর কলেজের বাংলা তৃতীয় বর্ষের ছাত্রী। তাঁর ছেলে সৌরভ মণ্ডল উচ্চমাধ্যমিকের ছাত্র। ছেলের সঙ্গেই জোরকদমে পরীক্ষার প্রস্তুতি শুরু করেছেন লতিকা দেবীও। তাঁর স্বামী একজন পরিযায়ী শ্রমিক।