ফের বোমা উদ্ধার ভাটপাড়ায়। এবার ৩৫টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। ভাটপাড়া থানার ঠিক ঢিল ছোড়া দূরত্বে ৩ নম্বর গলি থেকে উদ্ধার হয় এতগুলি বোমা। ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কে কী কারণে এই বোমা মজুত করে রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে বম্ব স্কয়্যাড পৌঁছেছে।
জানা গিয়েছে, গোপন সূত্রে ৩ নম্বর গলি এলাকায় বোমা মজুতের খবর পায় পুলিশ। সেই মতো ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কয়্যাড যায়। এরপর সেখান থেকে বোমগুলি উদ্ধার করা হয়। বারবার ভাটপাড়ায় এই বোমা ধরনের উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা।
আরও পড়ুন: নিখোঁজ ছেলেকে খুঁজে দেওয়ার দাবিতে বাগুইআটি থানায় ধরনা দম্পতির
প্রসঙ্গত, গত শুক্রবার বিকট আওয়াজে কেঁপে ওঠে ভাটপাড়ার নয়াবাজার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় বন্ধ দোকানের শাটার ছিটকে যায়। একটি মাংসের দোকানের দেওয়ালও ভেঙে যায়। গত শনিবারও ভাটপাড়ায় প্রচুর বোমা উদ্ধার হয়। এরপর বোমাগুলিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়।