বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তাল হয় কলকাতা। বিজেপি কর্মীদের মারে আহত হয়েছেন অন্তত ৩০ জন পুলিশকর্মী৷ তার মধ্যে এসি পদমর্যাদার একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। এমনটাই দাবি করেছে লালবাজার। বুধবার বিকেলে আহতদের দেখতে হাসপাতালে যাবেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা পুলিশের এসি (মধ্য বিভাগ) দেবজিৎ চট্টোপাধ্যায়কে বিজেপি কর্মীরা বেধরকম মারধর করছেন- এমন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে । তাতে দেখা যাচ্ছে, মহাত্মা গান্ধী রোডের পাশে দাঁড়িয়ে রয়েছেন একজন পুলিশকর্মী। তাঁর মাথায় হেলমেট৷ বিজেপি পতাকা হাতে লাঠি এবং পাথর-সহ কয়েকজন পুলিশকর্মী তাঁর দিকে ছুটে যান। শুরু হয় মাটিতে ফেলে বেধরক মার৷ লাঠির বাড়ির পাশাপাশি লাথিও মারা হয়। ক্যামেরা আরেকটু কাছে গেলে দেখা যায়, ওই পুলিশকর্মী দেবজিৎ। এর আগে তিনি হেয়ার স্ট্রিট থানার ওসি ছিলেন।
এই ঘটনায় বড়বাজার থানায় একটি মামলা দায়ের হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, আক্রান্ত দেবজিৎকে উদ্ধার করেন দুই পুলিশকর্মী৷ নিগ্রহকারীদের সরিয়ে তাঁরাই তাঁকে নিরাপদ জায়গায় নিয়ে যান। এলাকার সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।