তিন রাজ্যে BJP জিতলেও তার ফল পশ্চিমবঙ্গে পড়বে না। এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর যুক্তি, বাংলার ইস্যুগুলির উপরেই বাংলার ভোট হয়। রাজস্থান বা মধ্যপ্রদেশের কোনও ইস্যুর উপর নির্ভর করে বাংলায় নির্বাচন হয় না।
অন্যদিকে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ের নির্বাচনের ফলাফলে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। এই ফলাফলের জন্য হাত শিবিরকেই দায়ি করলেন অভিষেক। কংগ্রেসকে দোষারোপ করে তিনি জানান, কংগ্রেস প্রদেশ নেতৃত্ব আত্মতুষ্টিতে ভুগছে। তাঁর বক্তব্য, বিজেপিকে হারানোর জন্য যে রাজ্যে যে রাজনৈতিক দল শক্তিশালী তাদের লড়তে দেওয়া হোক। কিন্তু কংগ্রেস এই যুক্তি মানতে পারছে না।
পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে উত্তরবঙ্গ গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে একটি বাগদান পর্বের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। আগামী ৬ ডিসেম্বরও উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।