ছাত্র নেতা আনিস খান(Anish Khan) মৃত্যু তদন্তে প্রথম পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সাসপেন্ড করা হল আমতা থানার(Amta Police Station) তিন পুলিশকর্মীকে। ঘটনার দিন থেকেই আমতা থানার(Amta Police Station) বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলেছিল আনিসের(Anish Khan) পরিবার। আনিসের বাবা সালেম খানের অভিযোগ, খবর দেওয়া সত্বেও সময়মতো এলাকায় আসেনি পুলিশ। প্রশাসন সূত্রে খবর, সেই অভিযোগে মান্যতা দিয়েই সাসপেন্ড করা আমতা থানার(Amta Police Station) তিন পুলিশ কর্মীকে। সাসপেন্ড করা হয়েছে এএসআই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম, এবং হোম গার্ড কৃষ্ণনাথ বেরা।
আনিস হত্যার তদন্তে(Anish Murder Investigation) সোমবারই সিট(SIT) গঠনের নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জানান, এডিজি সিআইডি(ADG CID) জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে এই ঘটনার তদন্ত করবে সিট(SIT)। সেইমতো সূত্রের খবর, গতকাল রাতেই আমতা থানা এলাকায় তদন্তে যায় সিটের(SIT) প্রতিনিধি দল। অভিযোগ, তাঁদের আনিসের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি।
আরও পড়ুন- Anish Khan murder: 'দিদি'তে 'হ্যাঁ', পুলিশে 'না'! আনিস মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি পরিবারের
এই ঘটনার পরেই মঙ্গলবার সকালেই সাসপেন্ড করা হল আমতা থানার(Amta Police Station) তিন পুলিশকর্মীকে। তালিকায় আছেন এক কনস্টেবল, এক হোমগার্ড, ও এক পুলিশ অফিসার। তবে এতকিছুর পরেও কেটে গিয়েছে ৭২ ঘন্টা। এখনও অধরা অভিযুক্তরা।