মৃতদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই নিউটাউন খুনের ঘটনার কিনারা করল পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। সঙ্গে মৃতদেহ ফেলার কাজে ব্যবহৃত একটি গাড়িও আটক করা হয়েছে।
শনিবার নিউটাউনের কারিগরি ভবনের পিছন থেকে উদ্ধার করা হয় একটি লাল রঙের ট্রলি ব্যাগ। যার মধ্যে ছিল সুবোধ সরকার নামে এক ব্যক্তির মৃতদেহ। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই খুন করা হয়।
কীভাবে অভিযুক্তদের সন্ধান পেল পুলিশ?
জানা গিয়েছে মৃতদেহ ফেলে দেওয়ার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল অভিযুক্তরা। সেসময় পটাশপুরে নাকা চেকিং চলছিল। গাড়িতে রক্তের দাগ দেখে সন্দেহ হয় সেখানে থাকা পুলিশ কর্মীদের। তাঁরপর জিজ্ঞাসাবাদ করতেই আসল তথ্য বেরিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূল অভিযুক্তের নাম সৌম্যকান্তি জানা। তিনি পেশায় একজন ব্যাঙ্ককর্মী। তাঁর বাড়ি এগড়ায়। এছাড়াও বাকি দুজনের নাম অসীম হালদার এবং উত্তম দে। ধারের টাকা চাওয়াতেই খুন করা হয় বলে জানা গিয়েছে।