মিজোরামের পর এবার দিল্লি। মৃত্যু বাংলার ৩ পরিযায়ী শ্রমিকের। রাজমিস্ত্রির কাজে রাজধানীতে পাড়ি দিয়েছিলেন তাঁরা। কিন্তু আর ফেরা হল না। পরিবার সূত্রে খবর, দু’মাস আগে মুর্শিদাবাদ থেকে দিল্লির গাজিয়াবাদে গিয়েছিলেন ওই তিন শ্রমিক। শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁদের। মৃতদের নাম গোকুল মণ্ডল, শুভঙ্কর রায়, ইসরাইল শেখ।
মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অসাবধানতাবশত কাজ করতে গিয়েই তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। ময়নাতদন্তের পর দেহ ফেরানো হবে বাড়িতে।