পঞ্চায়েত সদস্য সহ ৩ জনকে খুন দুষ্কৃতীদের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের গোপালপুরে (Canning Murder)। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
২১ জুলাই কর্মসূচি নিয়ে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের গোপালপুরে তৃণমূল কার্যালয়ে বৈঠক ছিল। বৃহস্পতিবার সকালে ওই বৈঠকে যাচ্ছিলেন স্বপন মাঝি। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন ভূতনাথ প্রামাণিক ও ঝন্টু হালদার। তাঁরা তৃণমূলের বুথ সভাপতি। বৃহস্পতিবার সকালে কচুয়া এলাকার পিয়ার পার্কে দুষ্কৃতীরা পথ আটকে তিনজনকে খুব কাছ থেকে গুলি ছোঁড়ে। বোমাবাজিরও অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: ভারতের কোভিডের নতুন প্রজাতি, কতটা ভয়ঙ্কর বিএ ২.৭৫, জানাল WHO
স্থানীয় বাসিন্দাদের মতে, দুষ্কৃতীরা স্বপন ও তার দুই সঙ্গীর মাথা কেটে নেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু স্থানীয় লোকজন বেরিয়ে এলে, তারা চম্পট দেয়। এরপরই পুলিশ এসে রাস্তার ধারের জমি থেকে দেহ উদ্ধার করে।