সোমবার সকালে বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়াল ব্যাণ্ডেলে। ঘটনাটি ঘটেছে নলডাঙ্গা নারায়ণপুর প্রাইমারি স্কুলের মাঠে। এদিন সকালে স্কুলের মাঠে বোমাগুলি দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী।
জানা গিয়েছে, ব্যাণ্ডেলের কোদালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ওই স্কুলের মাঠে সোমবার সকাল ৯টার পর ৩টি তাজা বোমা চোখে পড়ে স্থানীয়দের। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। খবর চাউর হতেই ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢুকতে বাধা দেন স্থানীয়রা। এরপরেই তড়িঘড়ি পুলিশ এসে ওই ৩টি বোমা উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন- Odisha Train Accident: বড়সড় দুর্ঘটনা ওড়িশায়, লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মে মালগাড়ি, ঘটনাস্থলেই মৃত ৩
বোমা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় বিজেপি আঙুল তুলেছে তৃণমূলের দিকে। তবে তৃণমূলের তরফে এখনও কিছু জানানো হয়নি বলেই খবর।