মাত্র আট ঘন্টার ব্যবধান। আর তাতেই ইটবোঝাই মেশিনভ্যানের ধাক্কায় দুটি পৃথক পথদুর্ঘটনায়(Road Accident) মারা গেলেন তিন বাইক আরোহী। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পূর্ব মেদিনীপুর(East Midnapore) জেলার তমলুক থানার(Tamluk Police Sattion) নিমতৌড়ি ও কাকটিয়াতে ।
স্থানীয় সূত্রে খবর, প্রথম দুর্ঘটনাটি ঘটে তমলুক থানার নিমতৌড়ির ময়না-তমলুক রাজ্য সড়কে(Mayna-Tamluk State Highway)। রাত দুটো নাগাদ দ্রুতগতিতে আসা একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে ইটবোঝাই মেশিন ভ্যানে। ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু(Death) হয়। আহত হয় একজন।
আরও পড়ুন- Mamata Banerjee:রামপুরহাটের পথে মমতা, মুখ্যমন্ত্রীর পরিদর্শনের আগে গ্রামে বসল সিসি ক্যামেরাও
অন্যদিকে, সকাল সাড়ে ন’টা নাগাদ দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে কাকটিয়ার মেচেদা-তমলুক রাজ্য সড়কে(Macheda-Tamluk State Highway)। ইটবোঝাই মেশিনভ্যানের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়। এর প্রতিবাদে দফায় দফায় তমলুক-মেচেদা রাজ্য সড়ক অবরোধ(Road Block) করেন স্থানীয় বাসিন্দারা। পরে বিশাল পুলিশবাহিনী(Police Force) এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।