রেশন দুর্নীতি তদন্তে নয়া মোড়। এই প্রথম ইডি মামলায় জামিন হল বাকিবুর রহমানের। ব্যক্তিগত ৫০ লক্ষ টাকার বন্ডে বাকিবুরকে জামিন দিয়েছে ব্যঙ্কশাল আদালত।
এই মামলায় বাকিবুর ছাড়াও জামিন হয়েছে বনগাঁর তৃণমূল নেতা শংকর আঢ্য এবং বিশ্বজিৎ দাসের। সম্ভবত বুধবারই তাঁদের জেলমুক্তি হতে পারে। এই তিনজনের জামিনের ঘটনায় রেশন দুর্নীতিতে প্রশ্নের মুখে পড়ল ইডির ভূমিকা। কারণ এই একই তদন্ত মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং শাহাজান শেখকে।
সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, তথ্য-প্রমাণ ছাড়া দীর্ঘদিন কাউকে আটকে রাখা যাবে না। রেশন দুর্নীতি তদন্ত মামলায় এদিন ব্যাঙ্কশাল আদালতে এই প্রসঙ্গই ওঠে।
আদালত সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে রেশন দুর্নীতিতে জড়িত থাকার কোনও পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি ইডি। এমনকি দুর্নীতির টাকা কোন খাতে ব্যবহৃত হয়েছিল তাও স্পষ্ট নয়। আর এই কারণেই এদিন জামিন মঞ্জুর করা হয়েছে।
রাজ্যে রেশন দুর্নীতির তদন্তে নেমে, গত বছর চালকল ব্যবসায়ী বাকিবুর রহমানকে প্রথম গ্রেফতার করেছিল ইডি। সেই সূত্র ধরে গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, বিশ্বজিৎ দাস এবং শঙ্কর আঢ্য।
এই বছরের গোড়ায় রেশন দুর্নীতির তদন্ত করতে নেমে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে হেনস্তার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। পরবর্তী সময়ে এই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছিল শাহজাহান শেখকে।