দমদমে শুরু সংস্কারের কাজ। তার জেরে, শিয়ালদহ শাখার নিত্যযাত্রীদের ফের ভোগান্তির আশঙ্কা। রেলসূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে আগামী ২০ দিন অর্থাৎ ৭ মে পর্যন্ত ওই শাখায় প্রায় প্রতিদিনই বাতিল ২৪টি করে ট্রেন। হয়রানি রুখতে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। পূর্বরেল সূত্রে জানা গিয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথেও পরিবর্তন আনা হয়েছে।
দমদমের ৫ নম্বর প্ল্যাটফর্মে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। এরমধ্যে মাঝেরহাট বারাসত লাইনের একাধিক ট্রেন বাতিল। মাঝেরহাট-হাসনাবাদ, মাঝেরহাট-মধ্যমগ্রামের আপ ডাউন বাতিল, দমদম-গোবরডাঙা, হাসনাবাদ-বিবাদী বাগ, দত্তপুকুর-মাঝেরহাট, সহ ব্যারাকপুর লোকালও বাতিল।
Loksabha Election 2024: ‘হাতে হাতে ব্যারিকেড’, মুর্শিদাবাদে সেলিমের মনোনয়নে বন্ধু অধীর
এক ঝলকে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা -
৩০৩৫১ মাঝেরহাট-বারাসত,
৩০৩১১ মাঝেরহাট-বারাসত,
৩৩৩১১ বারাসত-হাসনাবাদ,
৩০৩২২ হাসনাবাদ-বিবাদী বাগ,
৩০১৪৫ বিবাদি বাগ-কল্যাণী জংশন,
৩০৩৫৭ মাঝেরহাট-মধ্যমগ্রাম,
৩০৩৫৮ মধ্যমগ্রাম-মাঝেরহাট,
৩০৩৬১ মাঝেরহাট-হাসনাবাদ,
৩৩২৮২ হাসনাবাদ-দমদম জংশন,
৩৩২৩১ দমদম-ব্যারাকপুর,
৩৩২৩২ ব্যারাকপুর-দমদম,
৩৩২৭১ দমদম-গোবরডাঙা,
৩৩৬৮৬ গোবরডাঙা-শিয়ালদহ,
৩০৩৩৩ মাঝেরহাট-হাবরা,
৩০৩৩২ হাবরা-মাঝেরহাট,
৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর,
৩০৩১৪ দত্তপুকুর-মাঝেরহাট,
৩০৩১৩ মাঝেরহাট-বারাসত,
৩৩৪৩৫ শিয়ালদহ-বারাসত,
৩১২২৩ শিয়ালদহ-ব্যারাকপুর,
৩০১১৬ ব্যারাকপুর-বিবাদী বাগ,
৩০১১৩ বিবাদী বাগ-ব্যারাকপুর,
৩১২৪২ ব্যারাকপুর-শিয়ালদহ ও
৩০৩১২ বারাসত-মাজেরহাট।