সোমনাথ সৌ সহ ৭ পড়ুয়ার সাসপেনশন প্রত্যাহার এবং অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে কাজে ফেরানোর দাবিতে বনধের ডাক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে(Viswa Bharati University Strike)। সোমবার ২৪ ঘণ্টার বনধে কার্যত অচল বিশ্ববিদ্যালয় চত্বর। পাশাপাশি, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবিও তোলেন আন্দোলনকারীরা(Viswa Bharati Agitation)। এদিন সকাল থেকে আন্দোলনকারী পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে গিয়ে পড়ুয়াদের ক্লাসে যোগ না দিতে আবেদন করেন। আন্দোলনকারীদের দাবি, সেই আবেদনে অনেকেই সাড়া দিয়েছেন। তবে সব ক’টি ভবন বন্ধ না হলেও, অনেকগুলি ভবনেই পঠনপাঠনে ছেদ পড়েছে। এমনকি, পড়ুয়াদের অনুপস্থিতিতে কয়েকটি বিভাগের ইন্টারনাল পরীক্ষাও(Internal Acessment) নেওয়া যায়নি বলেই খবর।
আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে নিঃশর্তভাবে সাত পড়ুয়ার সাসপেনশন প্রত্যাহার করতে হবে। পাশাপাশি, অধ্যাপকদের শোকজ করা বন্ধ করতে হবে বলেও দাবি পড়ুয়াদের একাংশের। তবে বিক্ষোভকারীদের মূল দাবি, অবিলম্বে পদত্যাগ করুন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী(Bidyut Chakraborty)।
ঘটনার সূত্রপাত গত ২৩ নভেম্বর। সেদিন বেশকিছু দাবিতে উপাচার্যের সঙ্গে কথা বলতে যান কিছু পড়ুয়া। নিরাপত্তারক্ষীরা ঢুকতে বাধা দিলে নিরাপত্তারক্ষীদের(Viswa Bharati Agitation) সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন পড়ুয়ারা। এরপর উপাচার্যর কার্যালয়ের বাইরে ঘেরাওয়ে বসেন আন্দোলনকারীরা। প্রায় ১০ ঘণ্টা পর ঘেরাওমুক্ত হন উপাচার্য। সেই বিক্ষোভে ইন্ধন যোগানোর অভিযোগে বহিষ্কার করা হয় অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে(Prof. Sudipta Bhattacharya)।