২১ ফেব্রুয়ারি বঞ্চিত শ্রমিকদের অ্য়াকাউন্টে টাকা পৌঁছে যাবে। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রেডরোডে ধরনা মঞ্চ থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
শুক্রবারের মতো শনিবারও ধরনা মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে বক্তব্য রাখার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তাঁর আক্রমণের কেন্দ্রে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেসময়ই ১০০ দিনের কাজে বঞ্চিত মানুষদের প্রসঙ্গ তুলে ধরেন। জানিয়ে দেন ২১ ফেব্রুয়ারির মধ্যে ২১ লাখ বঞ্চিত শ্রমিকের অ্য়াকাউন্টে টাকা পৌঁছে দেবেন।