হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে রহস্যজনক কাগজ উদ্ধার। কাগজে ছাপার অক্ষরে লেখা একাধিক সিরিয়াল নম্বর ও রোল নম্বরের মতো কিছু সংখ্যা। বেহালায় হৈমন্তীর ঘরের বাইরে থেকে শনিবার এই কাগজ উদ্ধার ঘিরে সকাল থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি। এবার মিলল নয়া তথ্য। কাকতালীয়ভাবে ওই কাগজে থাকা তালিকার তিনটি সংখ্যার সঙ্গে ২০১৪ সালের তিন টেট প্রার্থীর রোল নম্বর হুবহু মিলে গিয়েছে। এদিকে সেই প্রার্থীরা এখন চাকরিও করছেন। তবে কি নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি যোগ রয়েছে হৈমন্তীর? উঠছে প্রশ্ন।
SRK in Tiger 3: কথা রাখছে 'পাঠান', 'টাইগার থ্রি'-এর জন্য এপ্রিল মাসেই শুট করবেন শাহরুখ খান
সাধারণত, চাকরির পরীক্ষায় ৯ ডিজিটের রোল নম্বর হয়। উদ্ধার হওয়া কাগজেও ৯টি নম্বর আছে। শুক্রবার ওই একই জায়গা থেকে একটি ছবির স্ক্রিপ্ট উদ্ধার হয়। কম্বল থেকে শুরু করে এখাধিক বাক্সও উদ্ধার হয়েছে। বিয়ের কার্ড, ফাইলও উদ্ধার হয়। কিছু শেয়ারের কাগজও পাওয়া গিয়েছে। সই রয়েছে হৈমন্তীর। ব্যবহার করা হয়েছে হৈমন্তীর পৈতৃক ঠিকানা।