দোল উৎসবে (Holi 2022) সুরাপানে রেকর্ড বাঙালির। রাজ্যে চারদিনে বিক্রি হল ২০০ কোটি টাকার মদ (Liquor)। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত প্রাণখুলে সুরাপান রাজ্যবাসীর। নতুন রেকর্ড তৈরি করল রাজ্যের আবগারি দফতর (Excise Department)।
শুক্রবার দোল পূর্ণিমা ও শনিবার ছিল হোলি। টানা তিনদিন লম্বা ছুটি। বৃহস্পতিবার রাত থেকে তাই উৎসবের মেজাজে ছিলেন রাজ্যের সুরাপ্রেমীরা। রাজ্য আবগারি দফতরের রিপোর্ট অনুযায়ী, দোল উৎসবের এই চারদিনে ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। অর্থাৎ রোজ গড়ে ৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার দোকান বন্ধ ছিল। কিন্তু শনি ও রবিবারেই রেকর্ড মদ বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। আবগারি দফতরের রিপোর্ট, দোলের সময় সবথেকে বেশি বিক্রি হয়েছে দেশি মদ। তারপর বিদেশি হুইস্কির বিক্রি ছিল সবচেয়ে বেশি।
আরও পড়ুন: মমতার বিমানে বিভ্রাট, কেন্দ্রকে হলফনামা দিতে বলল আদালত
কোভিডের জন্য দীর্ঘদিন ঘরবন্দী ছিল সাধারণ মানুষ। পুজোর সময় থেকে সব ফের স্বাভাবিক হতে শুরু করে। দুর্গাপুজো ও বর্ষবরণেও মদ বিক্রির রেকর্ড গড়েছিল রাজ্যের আবগারি দফতর। বর্ষবরণে টানা ৯ দিন ধরে রোজ ৭০ কোটি টাকা করে মদ বিক্রি হয়েছে। যা পুজোর রেকর্ডকেও টপকে গিয়েছে।