মুখ খুললেই আধো আধো কথা! সব শব্দও স্পষ্ট বলতে পারেনা এখনও অনুপ্রভা। বলবে কী করে? বয়স তো মোটে ২ বছর ৪ মাস। এই বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম তুলে ফেলেছে ছোট্ট মেয়ে। দেশের সব রাজ্যের রাজধানীর নাম মুখস্থ, সরস্বতী মন্ত্র বলে দেয় গড়গড় করে। এরকম একটা দুটো নয়, ১৭ টি বিষয়ে নিজের প্রতিভা দেখিয়ে এই স্বিক্রিতি মিলেছে উত্তর ২৪ পরগনা নব বারাকপুরে অনুপ্রভা দেবনাথের।
মা গায়েত্রী পাঠক ও বাবা রাজীব দেবনাথ,দুজনেই শিক্ষকতা করেন। মা শুনেছিলেন, ৫ বছর পর্যন্ত শিশুদের মস্তিষ্ক হয় কম্পিউটারের মতো, যা শেখানো যায় শিখে ফেলে তাড়াতাড়ি। তবে মেয়ের স্বীকৃতির জন্য কিন্তু শৈশব নষ্ট হয়নি একরত্তিটার, বরং খেলতে খেওলতেই সব আয়ত্ত করে ফেলেছে সে। আর যে মোবাইল এখন বাবা-মায়েদের চোখে ভিলেন, তার সাহায্যেই কিন্তু অনেকটা এগোনো গেছে, স্বীকার করলেন অনুপ্রভার মা। জানালেন, মেয়েকে কার্টুন দেখাননি এখনও, কিন্তু খেতে খেতে মোবাইলে কবিতা শুনত মেয়ে, আর সে সব শুনে ঠোঁটস্ত করে ফেলত অনায়াসে।
Aranyer Dinratri Remake: অন্য আঙ্গিকে পর্দায় 'অরণ্যের দিনরাত্রি', সৌমিত্রর চরিত্রে জিতু কমল