যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর ফের ব়্যাগিংয়ের অভিযোগ উঠল কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে। জুনিয়র পোস্ট গ্রাজুয়েট ট্রেনির অভিযোগ, তাঁদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। গালিগালাজ, মারধরের পাশাপাশি গায়ে থুথু ছিটিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
মঙ্গলবার ওই দুই পড়ুয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের কাছে লিখিত অভিযোগ জমা করেন। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।
অভিযোগকারী দুই পড়ুয়া জানিয়েছে, যে ঘটনা ঘটেছে তা শুধু হস্টেলে নয়, ওয়ার্ড ও অপারেশন থিয়েটারেও হেনস্থা করা হয়েছে। ফলে বিষয়টি কেন কলেজ কর্তৃপক্ষের নজরে আসেনি তা নিয়েও উঠছে প্রশ্ন।