RG কর কাণ্ডের মধ্যেই ফের নার্সকে শ্লীলতাহানির অভিযোগ রোগীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজারের ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। অভিযুক্ত রোগীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, শনিবার রাতে শারীরিক অসুস্থতার কারণে ইলামবাজার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছিল ওই যুবককে। জরুরি বিভাগে তাঁকে দেখেন একজন চিকিৎসক। এবং দ্রুত স্যালাইন দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এরপর ওই ব্যক্তির স্যালাইনের চ্যানেল করছিলেন এক নার্স। অভিযোগ, সেইসময় ওই রোগী নার্সের শরীরে স্পর্শ করেন এবং তাঁর শ্লীলতাহানি করেন। তখনই নার্সের তরফে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে হাওড়া হাসপাতালে এক রোগীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল হাসপাতালের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, শনিবার হাসপাতালে CT স্ক্যান করাতে গিয়েছিলেন ১৩ বছর বয়সী এক নাবালিকা। অভিযোগ, সেই সময়ে কর্মরত অবস্থায় ছিলেন ওই অস্থায়ী কর্মী। তিনি ওই নাবালিকাকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে নির্যাতিতার পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছন। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমনকি, অভিযুক্তকে মারধরেরও চেষ্টা করা হয়।
RG করের রেশ এখনও কাটেনি। রবিবার রয়েছে মহামিছিল। তারই মধ্যে রাজ্যের দুটি হাসপাতালে শ্লীলতাহানির ঘটনার রীতিমতো প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা।