দার্জিলিং (Darjeeling)-এর পথে যাচ্ছিল একটি পর্যটক বোঝাই গাড়ি। শিলিগুড়ির (Siliguri) রাস্তায় সহিদাবাদ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরির (Lorry) পিছনে ধাক্কা মারে গাড়িটি। ঘটনায় মৃত্যু হয় দু'জন পর্যটকের, গুরুতর জখম অন্তত ৫ জন। মৃত দুজনেই নদীয়া জেলার বাসিন্দা। মৃত দুইজনের নাম গণেশ সরকার (৪৪) এবং রানা চক্রবর্তী (৩২)।
Manik Bhattachariya: নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির মানিকের স্ত্রী-পুত্র
ইতিমধ্যেই তদন্তে নেমেছে সহিদাবাদের বিধাননগর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, লরির পিছনে ধাক্কা মারায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পর্যটকের। আহতদের তড়িঘড়ি ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। লরি চালকের দাবি, মাঝরাস্তায় লরির চাকা ফেটে যাওয়ায় গাড়ি দাঁড় করানো ছিল। পাশাপাশি পর্যটকদের নিয়ে মত্ত অবস্থায় গাড়ি চালানো হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।