ফের জ্বর-সর্দিকাশির উপসর্গ নিয়ে মৃত্যু হল ২ জন শিশুর। বুধবার রাতে ক্যালকাটা মেডিক্যাল কলেজ একজন এবং বৃহস্পতিবার সকালে বিসি রায় হাসপাতালে আরও একজন শিশুর মৃত্যু হয়। মেডিক্যাল কলেজের শিশুটির বয়স এক বছর দু'মাস এবং ফুলিয়া থেকে চিকিৎসার জন্য আনা হয়েছিল তাকে। বিসি রায় হাসপাতালে যে শিশুটি মারা যায় তার বয়স ন'মাস। অ্যাডিনোভাইরাসেই এই মৃত্যু কি না, তা দেখার জন্য মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার জন্য নমুনা পাঠিয়েছে।
উল্লেখ্য, রাজ্যে অ্যাডিনো ভাইরাস রুখতে মঙ্গলবার ১০ দফার নির্দেশিকা প্রকাশ করে নবান্ন। এই ব্যাপারে উদ্বেগপ্রকাশ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জানিয়েছিলেন সব শিশুর মৃত্যুই যে অ্যাডিনোভাইরাসের কারণে হচ্ছে তা নয়।