রঞ্জি ট্রফি খেলতে গিয়ে দল বিভ্রাট। ম্যাচ খেলতে মাঠে নামল বিহারের দুটি দল। কোন দল আসল আর কোন দল অবৈধ তা নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। পরিস্থিতি এতই জটিল হয়ে যায় যে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে নটা থেকে রঞ্জি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। বিহারের প্রতিপক্ষ ছিল মুম্বই। কিন্তু বিহারের ক্রিকেট সংস্থার সভাপতি রাকেশ তিওয়ারি এবং দলের সচিব অমিত কুমারের মধ্যে ঝামেলার কারণে দু'জনে দুটি দল নিয়ে মাঠে পৌঁছে যান। দুজনেরই দাবি ছিল তাঁদের দলকেই খেলতে দিতে হবে।
আরও পড়ুন - স্মৃতিতে থেকে গেল ফুটবলার ও কোচ হিসাবে বিশ্ব জয়ের নজির, প্রয়াত মারিও জাগালো
যদিও শেষ পর্যন্ত সভাপতি রাকেশ তিওয়ারির বাছাই করা দলটি নিয়েই মাঠে নামে বিহার। ম্যাচ সাড়ে ৯ টায় হওয়ার কথা থাকলেও, দল বিভ্রাটের কারণে ম্যাচ শুরু হয় দুপুর ১১ টায়। যদিও কর্মকর্তাদের ঝামেলার কোনও প্রভাব দলের ওপর পড়েনি। মুম্বইয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে শুরুটা ভালই করে বিহার।