আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে উত্তাল বাংলা। এর মধ্যেই ফের ধর্ষণের অভিযোগ। এবার এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে শিলিগুড়িতে।
এই ঘটনায় ইতিমধ্যেই দু'জনকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি পুলিশ। ধৃতদের মধ্যে একজন কিশোর রয়েছে বলেও জানা গিয়েছে। জানা গিয়েছে, ধৃতরা ওই নাবালিকার পূর্বপরিচিত। সম্ভবত সোশ্যাল মিডিয়া মারফত তাদের সঙ্গে আলাপ।
বৃহস্পতিবার সন্ধেয় তাদের সঙ্গেই ঘুরতে বেরিয়েছিল ওই নাবালিকা। অভিযোগ, ওই নাবালিকাকে শিলিগুড়ি শহর সংলগ্ন এক এলাকায় ঘুরতে নিয়ে গিয়ে দু'জন মিলে ধর্ষণ করে। এই ঘটনার পর নির্যাতিতা বাড়িতে এসে গোটা ঘটনা জানায়।
এরপরেই এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়। ওই অভিযোগের ভিত্তিতে দু'জনকে গ্রেফতার করে পুলিশ। 'নির্যাতিতা' ওই নাবালিকাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।