জঙ্গলমহল এলাকায় রবিবারও অব্যাহত কুড়মিদের আন্দোলন। তারজেরে আজ রবিবার এবং সোমবার ফের একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, আদ্রা এবং খড়গপুর ডিভিশনে দু দিন মিলিয়ে মোট ১৮৮টি ট্রেন বাতিল করা হয়েছে। রেলের পাশাপাশি, রাস্তাতেও অবরোধ চলেছে। ফলে ব্যাহত হচ্ছে পরিষেবা।
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, গত ৭২ ঘণ্টার আন্দোলনের জেরে ইতিমধ্যে দু'শোর বেশি ট্রেন বাতিল হয়েছে। শনিবারও বাতিল করা হয়েছে প্রায় ৯৫টি ট্রেন। রবিবার আরও ৯৩টি ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে রেল। যার জেরে আরও যাত্রী ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।
ইতিমধ্যেই কুড়মিদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে তাঁদের দাবি না মানলে আরও বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেনব তাঁরা। এদিকে এই আন্দোলনের জেরে রোজই খড়্গপুর ডিভিশনের ট্রেন বাতিল করা হচ্ছে। কিছু ট্রেন ঘুরপথে চান্ডিল হয়ে যাতায়াত করছিল। কিন্তু সেই রুটেও এবার অবরোধের ডাক দিয়েছেন কুড়মিরা। যার জেরে যাত্রী পরিষেবা ক্রমেই অবনতি হচ্ছে।