১৭ বছরের কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়িতে। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ির কোরক হোমে কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ।
এই ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশের ডিএসপি সমীর পাল বলেন, ‘‘সরকারি কোরক হোমে থাকা বিচারাধীন বন্দি এক কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।’’
Shruti Das: প্রেমিকের জন্য কাজের অফার? অপবাদ মুছল! দেড় বছর পর নতুন ধারাবাহিকে শ্রুতি দাস
পুলিশ সূত্রে খবর, মৃত কোচবিহারের বাসিন্দা। মাদক পাচারের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। মৃতের ভাই এসে বৃহস্পতিবার দেখা করে যাওয়ার পর ওই ঘটনা ঘটেছে। মৃতের পরিবারের অভিযোগ, মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেও আত্মীয়দের হোমে ঢুকতে দেওয়া হয়নি। দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে হোমের গেট বন্ধ করে রাখা হয়। পরে আত্মীয় এবং স্থানীয়েরা ধাক্কা দিয়ে গেট খুলে ভিতরে প্রবেশ করে।
মৃতের দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।