তীব্র দাবদাহের মধ্যে বিদ্যুৎহীন (Electricity) গোটা গ্রাম। সন্ধের পর থেকেই অন্ধকারে ডুবে যাচ্ছে গোটা এলাকা। এক-দুদিনের ঘটনা নয়। টানা ১৪ দিন বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় নাজেহাল বর্ধমানের (Burdwan) পূর্বস্থলীর ২ নম্বর ব্লকের কাদাপাড়া এলাকার গ্রামের বাসিন্দারা। শিশু থেকে বৃদ্ধ, তীব্র তাপপ্রবাহে চরম ভোগান্তিতে গ্রামবাসীরা।
জানা গিয়েছে, গ্রামের নিকটবর্তী ট্রান্সফরমার (Transformer) পুড়েই বিদ্যুৎ চলে গিয়েছে। কিন্তু বিদ্যুৎ দফতর এখনও সারাই করার ব্যবস্থাই করেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। এই নিয়ে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্যও। টানা ১৪ দিন ট্রান্সফরমার বিকল হয়ে থাকলেও ভ্রুক্ষেপ নেই বিদ্যুৎ দফতরের। গ্রামবাসীদের অভিযোগ, সংশ্লিষ্ট দফতরে জানিয়েও কোনও লাভ হয়নি। পুলিশি হয়রানির মুখে পড়তে হয়েছে তাঁদের।
আরও পড়ুন: অবশেষে স্বস্তি ! এবার মিলবে বৃষ্টির দেখা, কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া দফতরের
এই একালাকয় মোট ১৭০-১৮০টি পরিবারের বাস। বিদ্যুৎ না থাকায় অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। তীব্র তাপপ্রবাহে কাহিল হয়ে পড়ছেন রোগীরা। অসুবিধার সম্মুখীন হচ্ছে শিশুরাও। গ্রামের বাসিন্দারা জানান, বিদ্যুৎ না থাকায় দুপুর বা রাতে ঘুম হচ্ছে না তাঁদের। ঘরে টেকাই মুশকিল হয়ে পড়েছে। গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ দফতরের গাফিলতিতেই এমন যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তাঁদের।