জামিন অধরা। জিতেন্দ্র তিওয়ারিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আসানসোল সিজেএম আদালতের। জামিনের আবেদন করেন বিজেপি নেতার আইনজীবী। কিন্তু তা খারিজ করে আদালত। মামলার পরবর্তী শুনানি ১১ এপ্রিল। উচ্চ আদালতে যেতে পারেন জিতেন্দ্র তিওয়ারি।
৮ দিনের পুলিশ হেফাজত শেষ হওয়ার পর সোমবার বিজেপি নেতাকে আসানসোল সিজেএম আদালতে হাজির করানো হয়। এজলাসে দুই পক্ষের উত্তপ্ত বাদানুবাদ হয়। রায়দান প্রথমে স্থগিত রাখেন আসানসোলের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তরুণ কুমার মণ্ডল। শেষে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
গত ১৪ ডিসেম্বর আসানসোলের রামকৃষ্ণডাঙায় কম্বল বিতরণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়ে ৩ জনের। ওই ঘটনায় জিতেন, তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি-সহ মোট ১৩ জনের নামে মামলা দায়ের করা হয়। ঘটনায় ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। গত ১৮ মার্চ নয়ডা থেকে গ্রেফতার করা হয় জিতেন্দ্র তিওয়ারিকে। নিয়ে যাওয়ার হয় আদালতে।