ফের শিরোনামে বীরভূম। কাঁকড়তলা, দুবরাজপুর, খয়রাশোলের পর এবার সাঁইথিয়া ও মল্লারপুর থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করল পুলিশ। রবিবার এই জেলার দুই জায়গা থেকে প্রায় ১০০টি বোমা উদ্ধার করা হয়। যার মধ্যে প্রায় ৭০টি নিষ্ক্রিয় করা গিয়েছে।
জানা গিয়েছে, সাঁইথিয়ার চাঁদপাড়ার একটি ঝোপের আড়ালে বোমা লুকিয়ে রাখা হয়েছিল। স্থানীয়রা পুলিশে খবর দেয়। সেখান থেকে ৭০টি হাত বোমা উদ্ধার করে।
অন্যদিকে, মল্লারপুরের জোমুনি গ্রামের একটি পরিতক্ত বাড়ি থেকেও প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হয়। স্থানীয়রা জানিয়েছে, ওই বাড়ির মালিক মন্টু শেখ। যিনি মহারাষ্ট্রে থাকেন। সেই বাড়ি থেকে ১৫টি বোমা উদ্ধার করা গিয়েছে। বাকি বোমার খোঁজে তল্লাশি চলছে।