বিদায়ী পৌর প্রশাসক মাণিক দত্ত সহ তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত দশজনকে বহিষ্কার করল দল (10 TMC leaders expelled)। পৌরসভা নির্বাচনে (Municipal Election 2022) তাদের অধিকাংশই নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অথবা প্রচারে অংশ নিয়েছেন। দলবিরোধী কাজের অভিযোগে তাদের বহিষ্কার করছেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।
দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্দল প্রার্থীরা জয়ী হলেও তাদেরকে দলে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। দলের সিদ্ধান্তকে আমল দিচ্ছেন না বিদায়ী পৌর প্রশাসক মানিক দত্ত। তিনি ইসলামপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর স্ত্রী ইসলামপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানিক দত্তকে তৃণমূল কংগ্রেস ১৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করলেও তিনি দলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ১১ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।