মালাবদল। তাও কাদের? না, ঘটক দিদি আর ডিভোর্স উকিলের। একজন ঘটকালি করে বিয়ে দিচ্ছে, আরেকজন আবার বিচ্ছেদে আইনি সিলমোহর দিচ্ছে। এমন দু'টো মানুষ সাত পাকে বাঁধা পড়লে কী হবে ? জি বাংলায় ৮ জুলাই থেকে আসছে নয়া ধারাবাহিক 'মালাবদল' ।
এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় ফিরছেন বিশ্বজিত ঘোষ । সিরিয়ালে তিনিই ডিভোর্স উকিল কাব্য মল্লিক। ঘটক দিদির ভূমিকায় অভিনয় করবেন ঋতু । জি বাংলার তরফে প্রকাশ্যে এসেছে প্রোমো ।
দিতিপ্রিয়ার শপথ, কাব্যর বিয়ে দেবে সে-ই । ওদিকে, কাব্য জানিয়ে দিয়েছে দিতির ডিভোর্স হবে তার হাতেই । এরপরই গলার মালা ছুড়ে ফেলে কাব্য, আর সেটা গিয়ে পরে দিতি-র গলায় । বিশ্বের সেরা প্রমের গল্পগুলো শুরু হয় তুমুল ঝগড়া দিয়েই, কাব্য-দিতিপ্রিয়ার গল্পও কি সেদিকেই ? জানতে হলে দেখতে হবে 'মালা বদল'।