রণবীর কপূর এবং আলিয়া ভাটের পর টিনসেল টাউনে কি আবার বিয়ের সানাই বাজল বলে? বিয়ে করবেন সোনাক্ষী সিন্হা (Sonakshi Sinha)? অভিনেতা জাহির ইকবালের ( Zaheer Iqbal)সঙ্গে প্রেমের গুঞ্জন তো ছিলই। এবার সেই গুঞ্জনে সিলমোহর দিলেন দুজনেই। শত্রুঘ্ন-কন্যার জন্মদিনের ইন্সটা পোস্টে জাহির প্রকাশ্যেই সোনাক্ষীর প্রতি তাঁর মনের ভাবটা জানিয়ে দিলেন সকলকে। লিখলেন 'আই লভ ইউ'। তার উত্তরে একই আবেগ দেখা গেছে সোনাক্ষীর মধ্যেও। অভিনেত্রীর তরফেও ভালবাসার কথা জানাতে আর বিন্দুমাত্র লুকোছাপা নেই।
জন্মদিনের স্পেশাল ভিডিওতে দেখা গেছে সোনাক্ষী বিমানে বসে বার্গারে কামড় দিচ্ছেন আর হাসিতে ফেটে পড়েছেন। তাঁর গা ঘেঁষে ইকবাল। ব্যাস এটুকুরই অপেক্ষায় ছিল টিনসেল টাউন। বলিউডে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এ বছরের শেষেই নাকি আবার একটা সেলেব বিয়ে হল বলে!