লাইট, ক্যামেরা, অ্যাকশন! এসবই তার রক্তে! বলছি রাজ-শুভশ্রীর ছেলে ইউভানের কথা। তিন বছরও হয়নি, এরই মধ্যে শুটিং ফ্লোরে হাজির ছোট্ট ইউভান, বাবার কোলে চড়েই শুটিং দেখা শুরু।
'প্রলয়'-এর ৯ বছর পর জি ফাইভে আসছে ওয়েব সিরিজ 'আবার প্রলয়'। তারই শুটিং চলছে পুরোদমে। রাজের পরিচালনায় অভিনয় করছেন শুভশ্রী। বাবার কোল থেকেই খুব মন দিয়ে মায়ের অভিনয় দেখল ইউভান।
Axar Patel Engagement: বিয়ের প্রস্তুতি? অক্ষর প্যাটেলের ছুটি নিয়ে জল্পনা
সেই সব ছবি রাজ নিজেই পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। ইউভান তাহলে কোন টায় বেশি স্বচ্ছন্দ? বাবার মতো ক্যেমারার পেছনে, না মায়ের মতো ক্যমেরার সামনে? জানতে আগ্রহী বাংলার দর্শক।