অনুরাগীদের সঙ্গেই এবারের জন্মদিনটা ধুমধাম করে পালন করবেন ভেবেছিলেন । সেইমতো পরিকল্পনাও করেছিলেন । কিন্তু,অভিযোগ, পরিকল্পনাতেই ছিল ত্রুটি । যার জন্য বিপাকে পড়লেন জনপ্রিয় ইউটিউবার গৌরব তানেজা (Youtuber Gaurav Taneja arrested) । শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ (Uttar Pradesh Police) ।
ঠিক কী ঘটেছে ? একদিন আগেই ইনস্টাগ্রামে নিজের জন্মদিন পালনের পরিকল্পনা জানান গৌরব (Gaurav Taneja's Birthday Celebrations) । জন্মদিন উদ্যাপনের জন্য নয়ডার সেক্টর ৫১ মেট্রো স্টেশনের সামনে আসতে অনুরাগীদের অনুরোধ জানান তিনি । মেট্রোর আস্ত একটা রেক বুক করেছেন বলে ইনস্টাগ্রামে জানান গৌরবের স্ত্রী ঋতু রাঠে । সকলের সঙ্গে দেখা করার কথাও বলেন তিনি । এরপরই নয়ডার সেক্টর ৫১ মেট্রো স্টেশনে গৌরবের অনুরাগীদের ভিড় বাড়তে থাকে । জানা যায়, প্রচণ্ড ভিড়ের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেখানে ।
মেট্রো কর্তৃপক্ষের তরফে আগেই লোকসংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল । কিন্তু, অভিযোগ, তারপরেও তাঁরা প্রত্যেকের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন । ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ১৪৪ ধারায় আদেশ লঙ্ঘনের জন্য পুলিশ তানেজাকে গ্রেফতার করেছে ।
তানেজার ফ্লাইং বিস্ট ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৭৫ লাখ ছাড়িয়েছে । এছাড়া, তাঁর আরও ২টি চ্যানেল রয়েছে, যার নাম ফিটমাসল টিভি এবং রাসভরি কে পাপা । দু'টি চ্যানেলের সাবস্ক্রাইবার যথাক্রমে ২১ লাখ ও ১২ লাখ ।