রিলিজের তিনদিন আগে বদলে গেল ছবির নাম! এমনও হয়! খুব বেশি নজির না থাকলেও ঘটনা তো তেমনই ঘটল। নুসরত জাহান এবং যশ দাশগুপ্তের ছবি 'মেন্টাল'-এর নাম বদলে গেল। নতুন নাম হল 'সেন্টিমেন্টাল'।
এই ছবিতে অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন যশ এবং নুসরত। প্রযোজক হিসাবে এটিই প্রথম ছবি সেলিব্রিটি কাপলের। সেন্সর বোর্ডের আপত্তিতেই ছবির নাম বদলে ফেলতে বাধ্য হলেন তাঁরা।
Mumbai Metro: মাঝ পথে মেট্রো খারাপ! লাইন দিয়ে হাঁটতে হল যাত্রীদের
কেন বদলাতে হল ছবির নাম? নুসরত বলেছেন, নতুন প্রযোজক হওয়ায় ছবির অনেক টেকনিক্যাল দিক জানা ছিল না তাঁদের। কারও অনুভূতিকে আঘাত দিতে চান না তাঁরা। বরং নির্মল আনন্দ দিতে চান মানুষকে।
মুক্তির তিনদিন আগে কোনও বাংলা ছবির নাম পরিবর্তন হয়নি৷ নতুন নামে কতটা দাগ কাটবে প্রযোজক যশরতের প্রথম ছবি? খুব দ্রুতই সেই উত্তর মিলবে।