আজ অভিনেতা যশ দাসগুপ্তের জন্মদিন। দেখতে দেখতে ৩৭ টা বসন্ত পার করে ফেললেন অভিনেতা। ছোট পর্দা থেকে কেরিয়ার শুরু করে বড় পর্দায় আসা যশের। তবে নুসরতের সঙ্গে নাম জরানোর পর থেকেই সব সময়ই কম বেশি প্রচারের আলোয় থাকেন যশ।
জন্মদিনে তাঁর সঙ্গে যশের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন নুসরত। গত বছর সেপ্টেম্বরেই সন্তানের বাবা-মা হয়েছেন যশ-নুসরত। তার আগে থেকেই সম্পর্ক নিয়ে নানা জল্পনা থাকলেও, সন্তানের জন্মের পর প্রথম প্রকাশ্যে সম্পর্কের স্বীকৃতি দেন দুজনেই। তারপর থেকে সোশ্যাল মিডিয়া, নানা অনুষ্ঠানেই এক সঙ্গে দেখা যায় যশ-নুসরতকে।