বিয়ের মরশুমে টলিপাড়ায় একের পর এক যুগল বিয়ে করছেন। পরমব্রত-পিয়া, সন্দীপ্তা-সৌম্য, সৌরভ-দর্শনা- বিয়ের পিঁড়িতে বসার ধূম লেগেছে যেন। কিন্তু ১০ বছর ধরে প্রেম করার পরেও কেন বিয়ে করছেন না অঙ্কুশ এবং ঐন্দ্রিলা? কবে বিয়ে করবেন তাঁরা? এই প্রশ্ন তো কেবল অনুরাগীদের নয়, টলিপাড়ার বিশিষ্টদেরও।
চলতি বছরের শুরুতে সোস্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছিল অঙ্কুশের একটি পোস্ট। অভিনেতা লিখেছিলেন, অঙ্কুশ জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে তাঁদের সম্পর্ক। তবু হয়তো কোনও এক অজ্ঞাত কারণে বিয়েটা হবে না৷ এই পোস্ট দেখে আঁতকে উঠেছিলেন অনেকেই৷ স্বয়ং ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও বলেছিলেন, বিয়েটা করেই ফেলুন সেলেব্রিটি যুগল। পরে অবশ্য জানা যায়, লাভ ম্যারেজ সিনেমার প্রোমোশনের জন্যই ছিল ওই পোস্ট।
কিন্তু বিয়েটা কবে করবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? ডান্স বাংলা ডান্সেও শুভশ্রী, শ্রাবন্তীদের মতো তারকা অভিনেত্রীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল অঙ্কুশকে৷ তখন তিনি জানিয়েছিলেন, এই বছরই সেরে নেবেন আইনি বিয়ে।
বছর তো শেষ হয়ে এল। তাহলে কি ডিসেম্বরেই রেজিস্ট্রি? ঐন্দ্রিলা কিন্তু বলছেন, এখনই বিয়ের কথা ভাবছেন না তাঁরা। কারণ কাজের প্রচুর চাপ চলছে। বিয়ে করার ফুরসতই নেই।
তার মানে দুষ্টুমিষ্টি যুগলের চার হাত এক হতে দেখার জন্য আরও খানিকটা অপেক্ষা করতেই হবে দর্শকদের।