ছেলের সঙ্গে বাবার দেখা করায় আপত্তি মায়ের। এই অভিযোগে আদালতের দ্বারস্থ অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। জানিয়েছেন, পিঙ্কি (Pinky Banerjee) নাকি তাঁকে তাঁর ছেলের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না। স্ত্রী-র বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন তিনি। ২৮ জুন তার শুনানি।
প্রসঙ্গত, কাঞ্চন-পিঙ্কির মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিলই। ছেলের সঙ্গে দেখা করার বিষয় নিয়ে নতুন করে পিঙ্কির বিরুদ্ধে মামলা করেছেন কাঞ্চন।
এক সংবাদমাধ্যমকে কাঞ্চন জানিয়েছেন ছেলেকে দেখতে না পাওয়ায় বাবা হিসেবে কর্তব্যপালনে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
স্বামী অভিষেক চট্টোপাধ্যায়ের ছবি নিয়ে ঘোরা আসলে 'লোকদেখানো'? জবাব দিলেন সংযুক্তা
অন্যদিকে অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ছেলেকে কাঞ্চনের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না, বিষয়টা তেমন নয়। সকলে যাতে শান্তিতে থাকে, সেই লক্ষ্যেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
কৃষ্ণকলি-খ্যাত টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে কাঞ্চনের প্রেমের সম্পর্কের গুঞ্জন থাকলেও শ্রীময়ী এবং কাঞ্চন প্রথম থেকেই তা স্বীকার করেননি।