আগের থেকে অনেক বেশি সহজ হয়েছে মুম্বই এবং কলকাতার বোঝাপড়া। টলিউডের অসংখ্য অভিনেতারা এখন মুম্বইয়ে দাপিয়ে কাজ করছেন, কাজ করছেন কলকাতার ছবিতেও। টলিউড থেকে বলিউড কিংবা বলিউড থেকে টলিউডের যাতায়াত এখন জানজটহীনই বলা চলে। এবার টলিউডের গন্ডি পেরিয়ে তাই বলিউডে পসার জমাতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তীও। ‘পরিণীতা’র হিন্দি ভার্সনই হবে বলিউডে রাজের প্রথম কাজ। ঋত্বিক চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবি ‘পরিণীতা’ দুর্দান্ত জনপ্রিয় হয়েছিল। এবার সেই ছবিই বলিউডে।
পরিচালক এক থাকলেও, বলিউডের ক্ষেত্রে কিন্তু পাল্টে যাবে ছবির কাস্ট। অর্থাৎ, ‘বাবাই দা’, এবং ‘মেহুল’-এর চরিত্রটি ঋত্বিক বা শুভশ্রী করছেন না। তাঁদের জুতোয় কারা পা গলাচ্ছেন জানেন?
জানা গিয়েছে ঋত্বিক চক্রবর্তীর পরিবর্তে বলিউডের এই ছবিতে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং মহুলের চরিত্রে শুভশ্রীর বদলে অদিতি পোহানকর। ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু করে ফেলেছেন রাজ।
কিছু দৃশ্যের শ্যুটিং নাকি কলকাতায় হয়েই রয়েছে, আর বাকিটা পুজোর জন্য তোলা রয়েছে। এদিকে এই মুহূর্তে রাজের হাতে রয়েছে বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস ‘বাবলি’, ছবির মুখ্য ভূমিকায় শুভশ্রী,আবির এবং সৌরসেনী।