বিগত কয়েক দিন ধরেই চর্চায় গায়ক অনুপম রায়ের জীবন। বিয়ে করছেন আগামী ২ মার্চ। পাত্রী প্রশ্মিতা পাল। তবে বিয়ের খবর প্রকাশ্যে আসার আগেও বিগত কয়েক মাস ধরেই তাঁকে নিয়ে আলোচনা সম্পূর্ণ অন্য কারণে। মাস দুয়েক আগে নতুন জীবন শুরু করেছেন অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া। তবে পিয়া ছিলেন অনুপমের দ্বিতীয় স্ত্রী। তাহলে গায়কের প্রথম স্ত্রী কে?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়রিংয়ের ছাত্র ছিলেন অনুপম। প্রেমে পড়েন সহপাঠী শ্রেয়ার। ইউনিভার্সিটির প্রেমিকাই অনুপমের প্রথম স্ত্রী। বেঙ্গালুরুতে সংসার শুরু করেছিলেন অনুপম শ্রেয়া। কিন্তু বিবাহিত জীবন খুব বেশিদিন থাকেনি। বিচ্ছেদ হয়ে যায় দুজনের। বিচ্ছেদের পরেই চাকরি ছেড়ে গানের দুনিয়ায় আসা অনুপমের।