রুক্মিণী নয়, দেবকে বিয়ে করতে চায় এই মেয়ে। এমনকি দেব তাঁকে কোলেও তুলেছেন ইতিমধ্যেই। কে এই মেয়ে জানেন? তিনি আমেয়া বসু। বহু প্রতীক্ষিত ‘টেক্কা’র ট্রেলার রিলিজ করেছে সম্প্রতি। একেবারে অন্য রূপে দেখা গিয়েছে ছবির সমস্ত চরিত্রদের। টিজারের শুরুতেই দেখা যায়, একটি বাচ্চাকে অপহরণ করে ছুটে পালাচ্ছেন দেব। তাঁকে ধরতে মরিয়া পুলিশ রুক্মিণী। পালিয়ে বাঁচতে বন্দুক হাতে তুলে নিয়েছে সে।
দেবের কোলে ঘুরে বেড়ানো এই মেয়ে আসলে কে জানেন? তিনিই অমেয়া। এছাড়াও তাঁর যদিও অন্য একটি পরিচয়ও রয়েছে। তিনি প্রাক্তন ক্রিকেটার রণদেব বসুর কন্যা। অমেয়ার মা রম্যাণি ঘোষ, তিনি আবার এই ‘টেক্কা’ ছবিটির কার্যনির্বাহী প্রযোজক। ছবিতে এই ছোট্ট মেয়ের গুরুত্ব অনেক। যখন সেই মেয়ের খোঁজই চলছে, তখন রম্যাণীর মেয়ের কথা জানতে পারেন সৃজিত এবং দেব।
ব্যাস, যেমন বলা তেমন কাজ। আমেয়া আবার দেবের পরম ভক্ত। সবমিলিয়ে অমেয়াকে নিয়ে অভিনয়ের অনুমতি চেয়ে নেন সৃজিত দেব। এরপর হয় লুক টেস্ট। এরপর সুদীপ্তা চক্রবর্তীর কাছে প্রশিক্ষণ নেন অমেয়া।
যে ৫দিন 'টেক্কা'র শ্যুটিং সে করেছে দেবের কোলে পিঠে চড়েই ঘুরেছে সে। আর দেব মোটেই যাঁর ‘আঙ্কেল’ নন, বরং দেব দা। কথায় কথায় আমেয়া জানিয়ে দিয়েছে, বিয়ে করলে সে দেবকেই করবে।