মৃণাল সেনের ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন, তৎকালীন দাপুটে নায়িকা মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)। এখন বয়স হয়েছে তাঁর। মাঝেমধ্যেই অসুস্থতার খবর চাউর হয়। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া অঞ্চলে একটি মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মিঠুনের আসার কথা থাকলেও, তিনি আসতে পারেননি। তাই ডাক পড়েছিল কিংবদন্তি অভিনেত্রীর।
Bobby Deol: পথকুকুরদের পাশে এবার ববি দেওল, 'পারিয়ার' গোটা টিমকে শুভেচ্ছা জানালেন 'লর্ড'
কিন্তু টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে খানিক অভিমানের সুরেই অভিনেত্রী জানান, ‘ “মাথার উপর কোনও ছাউনি ছিল না। হুহু করে ঠান্ডা হওয়া বইছিল। আমার তো বয়স হয়েছে। শরীর খারাপ হয়ে যায় মুহূর্তে। আমি এক্কেবারে অসুস্থ হয়ে পড়ি।” এর জেরে একটি শ্যুটিং ও বাতিল করতে হয়েছে তাঁকে।