প্রকাশ্যে এই বছরের প্রথম TRP তালিকা। ধারাবাহিকগুলি সপ্তাহজুড়ে মানুষের মনে কতখানি দাগ কাটল তারই এবার হাতে গরম ফলাফল এল সামনে। গত কয়েক সপ্তাহ ধরেই দুই তিনে পাকা পোক্ত জায়গা করে নিয়েছিল 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকটি। কিন্তু এবারের রেজাল্টে সূর্য দীপার এই সিরিয়ালই টপে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৯, ৮.৫ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে 'জগদ্বাত্রী'। বরাবরের মতো তৃতীয় স্থানে 'গৌরী এল' (৮.১)।
এদিকে টানা ২ বছর টেলি দুনিয়ায় রাজত্ব করেও মিঠাইয়ের জনপ্রিয়তায় বিন্দুমাত্রও ভাটা পড়েনি। এখনও ৮ নম্বর স্থানে নিজের জায়গা ধরে রেখেছে মিঠাই। রীতিমতো টেক্কা দিচ্ছে নতুন ধারাবাহিক 'নবাব নন্দিনী'কে। এবারের রেজাল্টে চতুর্থতে 'খেলনাবাড়ি'। পঞ্চম স্থানে, 'পঞ্চমী' এবং 'বাংলা মিডিয়াম'।