বলিউডের প্রচারের আলোয় থাকা কাপলের মধ্যে একেবারে প্রথম সারিতে তাঁরা। বলছি শাহিদ কাপুর(Shahid Kapoor)-মীরা রাজপুতের (Meera Rajput) কথা। দু'জনের সম্পর্কের রসায়ন সব সময়ই টক অফ দ্য টাউন। অথচ শাহিদ সামনে আনলেন আসল সত্যিটা।
বলিউডে ফের বিয়ের সানাই, চলতি মাসেই বিয়ে করছেন মৌনী রায় !
মীরার ফার্স্ট লাভ নাকি অন্য কেউ। আজকাল তাকে নিয়েই ব্যস্ত অভিনেতার স্ত্রী। তা, ব্যাপারখানা কী? ইন্সটাগ্রামে শাহিদ তাঁদের একটি ছবি শেয়ার করেছেন। শাহিদের তোলা সেলফি, পেছনে অনেকটা দূরে মীরা। ফ্রেমে আছেন তিনি, কিন্তু মন তো সে দিকে নেই, চোখ হাতে ধরে রাখা মোবাইলের দিকে। আর তাতেই অভিমানী শাহিদ। ছবি আপলোড করে ক্যাপশনে লিখে দিলেন, "আমার স্ত্রী তার ফার্স্ট লাভকে নিয়েই ব্যস্ত, আমি সেকেন্ড লাভ হয়েই ঠিক আছি। কী করব, ভালবাসা এমনই হয়"।