আরজি কর কাণ্ডের পর ভাগাভাগি হয়ে গিয়েছে বিনোদন জগৎ-ও। একাংশ পথে নেমেছেন বিচার চেয়ে। কিছু শিল্পীর প্রতিবাদ বিক্ষোভে নিষ্ক্রিয়তা নিয়েও উঠছিল প্রশ্ন। এত বড় একটা ঘটনায় কেন প্রতিক্রিয়া জানালেন না নচিকেতা চক্রবর্তী, সেই প্রশ্ন উঠতে শুরু করেছিল সোশ্যাল মিডিয়ায়।
কেউ কেউ তাঁকে ‘চটিচাটা’ বলেও কটাক্ষ করতে ছাড়েননি। শাসক দলের একাধিক কর্মসূচিতে তাঁর উপস্থিতি নিয়েও চর্চা চলছিল। যদিও দিন কয়েক আগে একটি প্রতিবাদী গান শেয়ার করেছিলেন নচিকেতা, কিন্তু তাতেও তিনি নিস্তার পাননি।
এই প্রসঙ্গে আনন্দবাজারকে তিনি বলেন, ‘এই বয়সে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে, এটা আমি ঠিক বুঝতে পারছি না। বিচ্ছিন্ন কতগুলো লোক হাঁটছে, তাঁদের দল তৈরি করে। আমার সেরকম কোনও দল নেই। আমি একদম একা। আমি কেন বোকার মতো নেমে পড়ব, যেটা পরবর্তীকালে লোকে ব্যবহার করবে।’