‘চিরদিনই তুমি যে আমার’ ছবি দিয়েই টলিউডে অভিষেক রাহুল-প্রিয়াঙ্কার। তারপর পর্দার প্রেম গড়ালো বাস্তবেও। সংসারও পাতলেন। ২ থেকে ৩ হয়ে জীবনে এল সহজ। এরপর বেশ কিছু দিনের বিচ্ছেদ পর্ব কাটিয়েছেন রাহুল প্রিয়াঙ্কা। ২০১৮ সাল থেকে তাঁদের বিচ্ছেদের মামলা চলছিল। শনিবার আইনি জটিলতা সরিয়ে আরও একবার একসঙ্গে থাকার শপথ নেন দুই তারকা। মাঝে একাধিক বার দুজনের নাম জড়িয়েছে। রটেছিল প্রিয়াঙ্কা নাকি মন দিয়েছেন টলিউডের এক নামি প্ৰযোজককে।
এদিকে ,‘লালকুঠি’ ও ‘দেশের মাটি’ ধারাবাহিক করার সময় রুকমার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল রাহুলের। রাহুল প্রিয়াঙ্কার চার হাত ফের এক হতে কী বলছেন রুকমা?
আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘রাহুলদা আর প্রিয়াঙ্কার প্রথম যখন কথা হচ্ছে, তখন থেকেই ব্যাপারটা জানি। ও আমার খুব ভালো বন্ধু। আর বন্ধুর ভালো হলে আনন্দই তো হবে। রাহুলদার পাশে সবসময় আছি। ওরা দুজন সবসময় ভালো থাকুক ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব। আমি সত্যি খুশি।’