এই বর্ষায় সারা বাংলাজুড়েই বৃষ্টির ঘাটতি রয়ে গিয়েছে অনেকটা। সেপ্টেম্বর মাসে মাঝামাঝি সময় থেকে ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather forecast)। স্বাভাবিক ভাবেই এর জেরে প্রভাব পড়তে পারে পুজোর বাজারে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ বা শেষ সপ্তাহে কলকাতায় তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়।
সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে ৩ থেকে ৫টি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত এলাকায় এই ঘূর্ণাবর্তগুলির প্রভাব পড়তে পারে। বঙ্গোপসাগরের (Bay of bengal) ঘূর্ণিঝড় তৈরি হলে তা বাংলার দিকে এগিয়ে আসবে কিনা এত আগে তাই নিখুঁতভাবে বলা যাবে না। তাই দুর্গাপুজোয় আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা থাকছেই।
Uttam Kumar: বাঙালির চিরকালীন আইকন উত্তমকুমারের জন্মবার্ষিকী আজ
অন্যদিকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। জলপাইগুড়ি এবং কালিম্পঙে লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়া দুই দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।