গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এখন জেলে । তাঁকে নিয়ে প্রতিদিনই কোনও না কোনও খবর, তথ্য উঠে আসছে । এই নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি । ঠিক এই পরিস্থিতিতে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) সোশ্যাল মিডিয়ায় বললেন,'অনুব্রত ভালো আছো ?' (Anubrata Valo Acho ?) একই প্রশ্ন করেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও (Ritwick Chakraborty) । তবে, এখানে একটা টুইস্ট আছে ।
অনুব্রত বলতে তো এখন একজনের কথাই মাথায় আসে । তাই স্বস্তিকা সেই ভুলটা ভাঙিয়ে দিয়েছেন । রসিকতা করে লিখেছেন, 'যে অনুব্রত ভাবছেন এ সে নয় ।' এখন প্রশ্ন তাহলে কোন অনুব্রতর কথা বলছেন স্বস্তিকা আর ঋত্বিক ? বিষয়টা হল, 'অনুব্রত ভালো আছো ?'হল তাঁদের সিনেমা নাম । এই সিনেমা বেশ কয়েকবছর আগে মুক্তি পেয়েছিল । ২০২২-এ আবারও মুক্তি পাচ্ছে । তবে, ওটিটি প্ল্যাটফর্মে । আজ, ৩ সেপ্টেম্বর থেকেই হইচই-তে দেখা যাবে এই সিনেমা । সেই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন স্বস্তিকা-ঋত্বিক ।
আরও পড়ুন, Tele Serial TRP : টিআরপি তালিকায় বড় পরিবর্তন, 'মিঠাই'-কে হারিয়ে এবার বেঙ্গল টপার কে ?
'অনুব্রত ভালো আছো ?' সিনেমায় অভিনয় করেছেন স্বস্তিকা, ঋত্বিক, দেবলীন চট্টোপাধ্যায় । পার্থ সেনের পরিচালিত সিনেমায় স্বস্তিকাকে পঞ্চাশের এক মহিলার চরিত্রের দেখা গিয়েছে । ঋত্বিকের চরিত্রটাও বেশ অন্যরকম । সেইসময় জনপ্রিয় হয়েছিল সিনেমাটি । তাই আবারও যদি সিনেমাটা দেখার ইচ্ছা হয়, তাহলে হইচই খুলে বসে পড়ুন, ফিরে দেখুন 'অনুব্রত ভালো আছো ?'