ওটিটি (OTT) প্ল্যাটফর্মে পা রাখছেন পরিচালক রাজা চন্দ (Raja Chanda) । সিরিজের নাম ‘কাটাকুটি' (Katakuti)। মুখ্য চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস (Sourav Das) এবং মানসী সেনগুপ্ত (Manasi Sengupta) । মানসীরও এটাই প্রথম ওয়েব সিরিজ । সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজের ট্রেলার । ২৫ মার্চ ক্লিক প্ল্যাটফর্মে (KLiKK) দেখা যাবে এই ওয়েব সিরিজটি ।
ছবির গল্প আবর্তিত হয়েছে লাজুক স্বভাবের আদিত্য মুখোপাধ্যায় আর স্পষ্টভাষী কৌশানিকে ঘিরে । দু'জনের বিয়ে ঠিক হয় । কিন্তু বিয়ের আগেই হঠাৎ মর্মান্তিকভাবে খুন হয় কৌশানি । পরে জানা যায় এটি একটি গণধর্ষণের ঘটনা । ভেঙে পড়ে আদিত্য । ঘটনায় তিনজনের নাম উঠে আসে । লাজুক স্বভাবের আদিত্য হঠাৎই বদলে যায় । যার ঝলক ট্রেলারে রয়েছে । সিরিজের পরতে পরতে রয়েছে রহস্য ।
আরও পড়ুন, Kolkatar Harry : গরমের ছুটিতে আসছে 'কলকাতার হ্যারি', কচিকাঁচাদের মন জয় করতে প্রস্তুত সোহম-প্রিয়াঙ্কা
সৌরভ ও মানসী ছাড়া ওয়েব সিরিজে অভিনয় করছেন পিয়ান সরকার, দেবতনু, অভিজিৎ গুহ প্রমুখ । সিরিজের কাহিনি-চিত্রনাট্যকার অর্ণব ভৌমিক । এই সম্পূর্ণ সিরিজটি ছ'টি পর্বে দেখা যাবে ।