'বল্লভপুরের রূপকথা'এর সাফল্যের পর ফের জুটি বাঁধতে চলেছেন ছবির দুই চরিত্র ভূপতি রায় অর্থাৎ সত্যম ভট্টাচার্য এবং তাঁর এস্টেট ম্যানেজার দেবরাজ ভট্টাচার্য। তবে ছবিতে নয়, এবার তাঁদের দেখা যাবে ওয়েব সিরিজে। যেটি পরিচালনা করবেন অভিনন্দন দত্ত। সম্প্রচার হবে ‘প্ল্যাটফর্ম এইট’ ওটিটি মঞ্চে।
সিরিজ়ের ওয়ার্কিং টাইটেল 'ডেথ অব আ উওম্যান'। ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক জায়গায় এই সিরিজের শুটিং শেষ হয়েছে। থ্রিলারধর্মী সিরিজটিতে একটি সিনেমার শুটিংয়ের গল্প বলা হয়েছে। সেই সিনেমার শুটিং ফ্লোরে একটি নারীচরিত্র খুন হন। এর তার পরেই দানা বাঁধে রহস্য। যে রহস্য উন্মোচন করবেন এই জুটি।
নির্মাতারা অবশ্য এখনও এই সিরিজ নিয়ে বিশেষ কোনও তথ্য দেননি। তবে জানা গিয়েছে, সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঈশানী সেনগুপ্ত, শ্রেয়া ভট্টাচার্য, লোকনাথ দে প্রমুখ।